Header Ads Widget

একটি ভাঙা হৃদয়ের বিবর্ণ ইচ্ছে


শীলা প্রামাণিক 

একটি ভাঙা হৃদয়ের বিবর্ণ ইচ্ছের গায়ে 

ময়ূরের পেখম বড়ই বেমানান। 

তবু গোধূলির নরম আভাসে জীবনের মলিন ইতিহাস মুছে 

অন্তহীন আলোর আঘ্রাণ গায়ে মেখে ছুটে বিহ্বল বিরহী এক।


নক্ষত্রহীন রাত যেমন বিবশ হয়ে ঘুরে বেড়ায়, 

ভোরের আলোর প্রতীক্ষায় ডানা ঝাপটায়, 

অতিক্রম করতে থাকে কোনো এক বিশীর্ণ পথের জরাজীর্ণতা ।


জীবনের সর্বস্বতা দিয়ে একঝিলিক রোদের খোঁজে ছুটতে থাকে বিবর্ণ ইচ্ছে,

সব হতাশার সিঁড়ি ডিঙিয়ে 

এক সময় পৌঁছে যায় কুয়াশার ওপারে 

স্বপ্নের ডাঙায়, 

একটি ভাঙা হৃদয়ের বিবর্ণ ইচ্ছে উল্লাসে নেচে ওঠে।


ক্ষয়ে যাওয়া জীবনের ডালে 

হলদে বিবর্ণ পাতা হয়ে ওঠে সবুজের মতো ঝিলমিল 

মাটির বুকে গজিয়ে ওঠে শুধু সবুজ আর সবুজ

আকাশের আঁচল জুড়ে হেসে ওঠে রংধনু সাতরং

বাতাসে লাগে প্রাণের হিল্লোল 

জেগে ওঠে প্রাণ শব্দে ছন্দে প্রেমে-অপ্রেমে।


একটি ভাঙা হৃদয়ের ইচ্ছের গায়ে 

বয়ে যায় উচ্ছল নদীর কলরব। 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. উপমার দারুণ ব্যবহারে সমৃদ্ধ হয়েছে কবিতাটির বিষয়বস্তু। ভাল লাগলো।

    উত্তরমুছুন