চলতি পথ কিংবা ফিরতি শকট
চলছি চলছি অথচ এগোতে পারছি না
থামছি থামছি অথচ বসছি না
শকটের গতি নিয়ে কাছিমের মতো যাত্রার আমি
জিতে যাব বলে নিজের কাছেই হেরে যাই
পথ খোলে নাকি পথ বুঁজে আসে
বাবার আঙুল হঠাৎ হারিয়ে যায়
গিজগিজ করে চারিদিক যেন আঁধারের গায়ে
একাকিত্বের ছানি
এতটা পথের পর ভাবি আমি কিংবা সে বিছিয়ে রয়েছি
লাল নীল সাদা বাতির মতন
জ্বলছি নিভছি... গতিপথ থেকে ছিটকে পড়েছি
ছুটছি ছুটছি....
কখন যে আলো ফুঁড়ে তেড়ে আসে জামবন
কুঁকড়ে যাচ্ছি...
নক্ষত্র ফুল পাপড়ি ছিটিয়ে ডাকে
আয় আয় আয়....
শেকড়ের টান লাগে
জ্যামে জ্যামে ক্ষণ... যাত্রাবিরতি.. … স্মৃতি সরোবরে
একটু জিরোই
পথ বাঁকে পথে....
সময়ের ক্ষত দিনেদিনে বাড়ে
তবুও ফুরোয়নি....
লাটিমের গতি
ভোকাট্টা সে ঘুড়ির নাটাই কোথায় হারাল?
নারিকেল গাছ উঁকি দেয় জলে
জল কাঁপে আর স্মৃতিরা ভাসছে
কাগজের ফুল কবে যে নৌকো
যাত্রার পথ হয়তো চৌকো
রম্বসে বুঝি নক্ষত্রের গান বাজে....
হাওয়া দুলছে....
কী জানি ভাসছে....
ফারহানা নীলা
০৬/১০/২০২৫
1 মন্তব্যসমূহ
বাবার আঙুল হঠাৎ হারিয়ে যায়....
উত্তরমুছুনকিংবা,
নক্ষত্র ফুল পাপড়ি ছিটিয়ে ডাকে..
অথবা,
সময়ের ক্ষত দিনেদিনে বাড়ে....
প্রতিটি চরণ যেন টেনে নিয়ে যায় স্মৃতির অতলে।
অশেষ শুভকামনা কবি।