মাহফুজা খানম
প্রতিদিন কত প্রিয় মুখ রোজ
হারিয়ে যাচ্ছে দূরে।
শত ব্যস্ততা শত কাজে আর
আমজনতার ভীড়ে।।
কে ছিল পাশে শৈশবে আর
কে ছিলো খেলার দোসর।
সুখে-দুখে আজ সব হারিয়েছে
ভেঙেছে খেলার আসর।।
জীবন দিয়েছে সুখ সমৃদ্ধি
দিয়েছে অনেক গতি।
মনের আঙিনা ছোট হতে হতে
সংকীর্ণ আজ অতি।।
প্রাত্যহিকের শতেক পণ্য
একশো বছর মূল্য তার।
বাতিল মালেও নাই অনাদর
বাড়ছে যে রোজ মূল্য ছাড়।।
জীবন বাড়ি খুব মজবুত,
উঠছে রোজই নতুন ঘর।
সম্পর্কেরা ভাঙছে যে রোজ
কে লয় বলো তার খবর।।
রোদ ঝলমল দিনের আলো
ভেতর বাড়ি অন্ধকার।
উপর সাদা ভিতর কালো
কে করবে তার গুণ বিচার।।
4 মন্তব্যসমূহ
প্রিয় পাঠক, প্রতিক্রিয়া জানাবেন।কেননা,সেটি মূল্যবান।
উত্তরমুছুননিশ্চয়ই মূল্য। পাঠকের প্রতিক্রিয়া লেখকের কাছে বেদবাক্যের মতো। শুভেচ্ছা রইল কবি।
মুছুনঅনেক ভালো লেগেছে
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুন