গুগলের Gemini-এর লেখা গল্প ও ছবি
একদিন রোদ ঝলমলে সকালে, মিনা নামের ছোট্ট মেয়েটি তার বাড়ি থেকে একটু দূরে খেলতে বেরিয়েছিল। সে প্রজাপতি ধরতে খুব ভালোবাসত। প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে কখন যে সে গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে, টেরই পায়নি। হঠাৎ সে দেখল এক অদ্ভুত গাছ, যার পাতাগুলো ঝলমল করছে সোনালী রঙে।
মিনা অবাক হয়ে গাছটির দিকে তাকিয়ে ছিল, কারণ এমন গাছ সে আগে কখনো দেখেনি। তখনই সে শুনল ফিসফিস শব্দ। ছোট্ট একটি নীল রঙের পরী তার পাশ দিয়ে উড়ে গেল! মিনা বুঝতে পারল, এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা একটা জাদুর জঙ্গল!
পরীর পিছু নিতে নিতে মিনা দেখল এক বিশাল ব্যাঙ, যার মাথায় একটা মুকুট। ব্যাঙটি খুব মিষ্টি করে হাসছিল। এরপর সে দেখল কথা বলা কাঠবিড়ালি আর রঙ বেরঙের পাখিদের। তারা সবাই খুব বন্ধুত্বপূর্ণ ছিল।
সবাই মিলে মিনার সাথে গল্প করল। তারা তাকে জাদুর জঙ্গলের অনেক গোপন কথা জানাল। মিনা তাদের সাথে মজার মজার খেলা খেলল আর হাসতে হাসতে সময় কাটিয়ে দিল। সে বুঝল, নতুন বন্ধু বানানো কতটা মজার!
0 মন্তব্যসমূহ