Header Ads Widget

যখন

 

উইলিয়াম এস. পিটার্স সিনিয়র, ‘জাস্ট বিল’ নামেও পরিচিত, ২০১৬ ও ২০১৯ সালে পুলিৎজার পুরস্কারের জন্য মনোনীত একজন মার্কিন কবি, প্রকাশক ও সাংস্কৃতিক দূত। ১৯৬৬ সাল থেকে কবিতার সঙ্গে তাঁর নিবিড় পথচলা শুরু হয় এবং তিনি বিশ্বাস করেন যে সাহিত্য মানবতার উন্নয়ন ও পুনর্মিলনের জন্য অপরিহার্য।
উইলিয়াম এস. পিটার্স সিনিয়র ৫৫টির বেশি বই লিখেছেন এবং বিশ্বের বহু দেশে কবিতা পাঠ ও সাংস্কৃতিক বিনিময়ে অংশ নিয়েছেন। ইনার চাইল্ড প্রেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা হিসেবে বহু নবীন লেখককে প্রকাশনায় সাহায্য করেছেন। তাঁর কাজের কেন্দ্রবিন্দু শান্তি, সাংস্কৃতিক সেতুবন্ধন ও মানবিক সহমর্মিতা। জাস্ট বিলের সাম্প্রতিক লেখা দুটি কবিতার বাংলা অনুবাদ করেছেন রকি গৌড়ি

যখন

 উইলিয়াম এস. পিটার্স সিনিয়র

যখন সবকিছু ধসে পড়বে,

তখন তুমি কোথায় দাঁড়িয়ে থাকবে?

যখন আকাশ নিজেকে গুটিয়ে নেবে,

তখন তুমি কীভাবে নিশ্বাস নেবে?

যখন তারারা তাদের আলো নিভিয়ে দেবে,

তখন কি আমাদের স্বপ্ন দেখার ক্ষমতাটাও

অদৃশ্য হয়ে যাবে?

যখন হাসি ব্যথার জন্ম দেবে,

তখন কি আমরা

অর্থবোধক অনুভূতি থেকে

সম্পূর্ণ শূন্য হয়ে যাব?

যখন আমরা আর আহারের জন্য ক্ষুধার্ত থাকব না,

তখন কি আমরা সময়ের মৃত্যুযাত্রায়

নীরবে আত্মসমর্পণ করব?

যখন দিগন্তের শেষ

আমাদের সামনে দাঁড়াবে,

তখন কি আমরা ছুটে বেড়াব

সবকিছু মনে করতে, ফিরে পেতে

যা আমরা অবহেলা করেছি,

ধ্বংস করেছি, ভুলে গেছি?

যখন সব ‘কেন’র উত্তর মিলবে,

তখন কি আমরা অবশেষে বুঝতে পারব?

যেমন মি. স্মিথ বলেছিল নিওকে,

আমরা একধরনের ভাইরাস,

একটা বিপজ্জনক জাত

যাদের সবচেয়ে বড় ক্ষমতা হলো

ধ্বংস করার দক্ষতা।

এই আত্মনির্মিত দুঃস্বপ্ন

কবে শেষ হবে?

কবে?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ