Header Ads Widget

হয়তো আসবে গভীর সুসময়


শীলা প্রামাণিক 

কবে কখন যেন বিদায় নিয়েছে এক গভীর সুসময় 

আকাশের নক্ষত্ররাজি ছুটে গেছে অন্তহীন পথে, 

তারারাও নিষ্প্রভ

নিশুতির ঘুমের দেশে পাড়ি দিয়েছে আশার আলোকরশ্মি ।


আকাশ থেকে মহাকাশ কোথাও আলো নেই 

কোথাও কিঞ্চিত প্রাণশিখার দেখা নেই 

কারো হাতে নেই সাহসের আলো

নেই মানবিকতার দীপ্ত মশাল।


বিচিত্র সময় এখন 

এখন সময় শুধু তিমির রজনি ঘেঁষে দাঁড়িয়ে থাকে,

এখানে চারিদিকে শুধু হিংসা মৃত্যু লয় ক্ষয়

অধঃপতনের দুর্মর শব্দ শোনা যায়।


এখানে নেই প্রেম মোহ মায়া মমতা, 

এখানে চারিদিকে ধ্বংসলীলা কপট ধৃষ্ট সব,

এখানে নিষ্ঠুরতা পৈশাচিকতার ঘনঘটাচ্ছন্নতা

এখন দুঃসময়ের খর বাতাস বইছে।


যেখানে সেখানে নৈতিকতার জীর্ণশীর্ণ কঙ্কাল, 

মানবিকতার প্রতিদিন মৃত্যুধ্বনি

নিয়ত রক্তাক্ত বিবেক

ক্রমেই সভ্যতা এক গভীর মহাপ্রলয়ের দিকে

লুপ্ত হতে যাচ্ছে।


অথচ ভেতরে এক চেতনার অস্থির পাখির 

প্রাণপণ উদাত্ত চিৎকার

মুষ্টিবদ্ধ জোরালো স্লোগান

বাঁচাও বাঁচাও বাঁচাও! সময় বাঁচাও।


একটা অনির্বচনীয় স্বপ্নের 

সোনালি সময় দেখার অপেক্ষায় 

পাখিটির পূর্বাকাশের দিকে নিমেষ দৃষ্টি,

অথচ সময় হাঁটছে অস্তাচলের দিকে। 


হয়তো এক গভীর সুসময়ের জন্য 

মানবের চেতনালোকে---

জাগবে কোনো জ্যোতির্ময় আলোকরশ্মি,

জ্বলে উঠবে সাহসী মশাল

বেজে উঠবে মহাজাগরণের মঙ্গলশিঙ্গা,

তারই প্রতীক্ষায় সময় দাঁড়িয়ে ওই দূর সমুদ্র পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ